Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ৩ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ডিসেম্বর ২০১৭

জয়পুরহাটে এক লাখ ২৩ হাজার ৩২৫ শিশুকে ভিটামিন ’এ’ খাওয়ানো হবে


প্রকাশন তারিখ : 2017-12-20

শিশু মৃত্যুর ঝুঁকি রোধ ও ভিটামিন ’এ’ এর অভাব জনিত অন্ধত্ব প্রতিরোধ করার লক্ষ্য নিয়ে জেলায় এবার এক লাখ ২৩ হাজার ৩২৫ শিশুকে ভিটামিন ’এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র বাসস’কে জানায়, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন নার্সিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার জানান, জেলা স্বাস্থ্য বিভাগ জেলায় জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় পর্যায়) সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে । জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৬-১১ মাস বয়সের ১০ হাজার ৮৩৮ জন ও ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ১২ হাজার ৪ শ’ ৮৭ জন শিশুকে এবার ভিটামিন ’এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার পাঁচ উপজেলার ৮শ’ ৬৭ টি কেন্দ্রে স্বাস্থ্য সহকারিসহ ১ হাজার ৭শ’ ৩৪ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। শিশু মৃত্যুর ঝুঁকি রোধ ও ভিটামিন ’এ’ এর অভাব জনিত অন্ধত্ব প্রতিরোধ করা হচ্ছে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। আগামী ২৩ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের ভিটামিন ’এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সের শিশুদের উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রংয়ের ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন