Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ২৫ আষাঢ়, ১৪৩২
সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ এপ্রিল ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে নয়াদিল্লীতে সড়কের নামকরণ


প্রকাশন তারিখ : 2017-04-09

                        

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ভারতের রাজধানী নয়াদিল্লীর প্রাণকেন্দ্রের একটি সড়কের নামকরণ করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার যৌথভাবে এই সড়কের নামফলক উন্মোচন করেন।
কনট প্লেস-এর নিকটবর্তী এই স্থানটি ইতোপূর্বে ‘পার্ক স্ট্রিট’ নামে পরিচিত ছিলেন।
বঙ্গবন্ধুর নামে ভারতের রাজধানীর একটি সড়কের নামকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।
এর আগে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বইয়ের হিন্দি সংস্করণ প্রকাশ করে।

জরুরি হটলাইন