Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ৪ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মার্চ ২০১৭

আবারো তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব


প্রকাশন তারিখ : 2017-03-22

ক্রিকেটের তিন ফরম্যাটে অলরাউন্ডারদের তালিকায় আবারো শীর্ষস্থান দখলে নিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি ফরম্যাটের শীর্ষে দীর্ঘদিন ধরেই আছেন তিনি। এবার টেস্টে অলরাউন্ডার তালিকার শীর্ষস্থান দখলে নিলেন সাকিব। ভারতের রবীচন্দ্রন অশ্বিনকে সরিয়ে টেস্টের সেরা অলরাউন্ডার এখন সাকিবই।
সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ১টি সেঞ্চুরিসহ ১৬২ রান ও বল হাতে ৯ উইকেট নেন সাকিব। ফলে সিরিজ সেরার খেতাবও পান তিনি। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে অলরাউন্ডারদের র‌্যাংকিং তালিকায় শীর্ষস্থানও দখলে নিয়েছেন সাকিব। ৪৩১ রেটিং নিয়ে শীর্ষে আছেন সাকিব।
দ্বিতীয়স্থানে থাকা অশ্বিনের রেটিং ৪০৭। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে আশানুরুপ পারফরমেন্স করতে পারেননি অশ্বিন। ফলে র‌্যাংকিং-এ অবনতি ঘটে তার।
এই তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন ভারতের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। ৩৮৭ রেটিং সংগ্রহে আছে তার।
অলরাউন্ডারদের টেস্ট র‌্যাংকিং (শীর্ষ পাঁচ) :
পূর্বের র‌্যাংকিং বর্তমান র‌্যাংকিং বর্তমান রেটিং খেলোয়াড়
২ ১ ৪৩১ সাকিব আল হাসান (বাংলাদেশ)
১ ২ ৪০৭ রবীচন্দ্রন অশ্বিন (ভারত)
৩ ৩ ৩৮৭ রবীন্দ্র জাদেজা (ভারত)
৫ ৪ ৩২৭ বেন স্টোকস (ইংল্যান্ড)
৪ ৫ ৩২৫ মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন