Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ১৯ আশ্বিন, ১৪৩০
সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মার্চ ২০১৭

১৩ মার্চ থেকে চট্টগ্রামে স্মার্টকার্ড বিতরণ শুরু


প্রকাশন তারিখ : 2017-03-06

আগামী ১৩ মার্চ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ গতকাল তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
তিনি বলেন, ‘ঢাকার পর চট্টগ্রামে ১৩ মার্চ থেকে স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। পরবর্তীতে রাজশাহীসহ অন্যান্য সিটি কর্পোরেশনে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে।’
সচিব বলেন, বর্তমানে দেশে প্রায় ১০ কোটি ১৭ লাখ ভোটার রয়েছে। এরমধ্যে ৯ কোটি ভোটারকে প্রথমে স্মার্টকার্ড দেয়া হবে। বাকি ১ কোটি ১৭ লাখ ভোটারকে পরবর্তীতে স্মার্ট কার্ড দেবে কমিশন। সে ক্ষেত্রে একটু বেশী সময় লাগবে।
তিনি বলেন, ঢাকায় চলমান স্মার্টকার্ড বিতরণ আগামী এপ্রিল পর্যন্ত চলবে। বর্তমানে যেভাবে কার্ড ছাপানোর কাজ চলছিল তা খুব ধীরগতির। কার্ড ছাপানোর মেশিন অরো বাড়ানো হচ্ছে। আগামী সপ্তাহ থেকেই প্রতিদিন দেড় লাখ করে কার্ড তৈরি হবে। এক্ষেত্রে স্মার্টকার্ড বিতরণের ব্যাপ্তি আরো বাড়বে।

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’

অনলাইন কুইজ প্রতিযোগিতা

মুজিব১০০ আ্যাপ