ফাইল ট্রাকিং

আপনার আবেদন পত্র এই মুহূর্তে কোন অবস্থায় আছে জানতে রেজিট্রেশনের সময় প্রদানকৃত ট্রাকিং নম্বর দিয়ে সার্চ করুন

সমবায় অধিদপ্তর

সমবায় অধিদপ্তর জনগনের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করনে সরকারী উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা। সমবায় অধিদপ্তর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের প্রধান নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত। উপজেলা, জেলা, বিভাগ ও সদর দপ্তর এ ৪ পর্যায়ে এ অধিদপ্তরের কার্যালয় বিস্তৃত। এছাড়া একটি জাতীয় প্রশিক্ষন একাডেমী ও ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারনমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম।

এক নজরে সমবায় সমিতি

জাতীয় ২২
কেন্দ্রীয় ১,১৬০
প্রাথমিক ১,৮৯,১৮১
ব্যক্তি সদস্য ১,০৩,৩৩,৩১০

নিজস্ব মূলধন

শেয়ার ৩২৩১.০৮ কোটি
সঞ্চয় ৫৮২৭.৩০ কোটি
সংরক্ষিত তহবিল ৭৭০.৯৯ কোটি
কার্যকরী মূলধন ১১,৯০০.১৭ কোটি
বিনিয়োগ ১,৫৭০.৭৯ কোটি
কর্মসংস্থান ৫,০২,৩৩০ জন