Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ৩ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০১৭

চাঁদপুরে তথ্য মেলা


প্রকাশন তারিখ : 2017-02-09

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ও তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের আয়োজনে বুধবার চাঁদপুর শহরে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধন করেন জেলা তথ্য কর্মকর্তা মো. নুুরুল হক। সনাক সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন চাঁদপুর অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি.এম শাহীন, ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী প্রমুখ।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে শেষ হয়। র‌্যালি শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ মেলায় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি সেবাদানকারী ৩১টি প্রতিষ্ঠানের স্টল শোভা পায়। বিকেলে ২য় পর্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন