Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ৫ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মার্চ ২০১৭

আট মাসে এডিপি বাস্তবায়ন ৩৭ শতাংশ


প্রকাশন তারিখ : 2017-03-15

চলতি ২০১৬-১৭ অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৩৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৩৪ শতাংশ।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক পরবর্তী এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন,গতবছরের তুলনায় এবার এডিপি বাস্তবায়ন বেশ ভাল। আশা করছি চলতি অর্থবছরে কোনো প্রাকৃতিক দূর্যোগ না হলে এডিপি বাস্তবায়নের হার আগের চেয়ে বেশি হবে।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়নের জন্য ব্যয় হয়েছে মোট ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৪ হাজার ৬৭৫ কোটি টাকা।
উল্লেখ্য,চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট বরাদ্দের পরিমাণ এক লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন