Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ১০ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০১৭

জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে : মুহিত


প্রকাশন তারিখ : 2017-02-28

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পহেলা জুলাই থেকে নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়ন হবে।
তিনি বলেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়নের বিষয়ে আইএমএফের প্রতিনিধি দলকে তিনি জানিয়েছেন।
সোমবার সচিবালয়ে তার দফতরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিথসুহিরো ফুরুসাওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ বলেছে বাংলাদেশ উন্নত দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে। বৈঠকে ভ্যাট আইন বাস্তবায়নের জন্য আইএমএফ পরামর্শ দিয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।’
ব্যবসায়ীদের দাবি-দাওয়ার ব্যাপারে মন্ত্রী বলেন, সরকার কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে। করমুক্ত সীমা বাড়ানো হয়েছে। ব্যবসাবান্ধব কর আইন করা হয়েছে।
তিনি বলেন, ‘আগামী ১ জুলাই থেকে এ আইন কার্যকর হবে। এনবিআর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে যে সারসংক্ষেপ প্রস্তুত করেছে, তা আগামী সপ্তাহেই হাতে পাব। সেটা দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।’
সভায় আইএমএফ নির্বাহী পরিচালক সুবীর বি গোকরান উপস্থিত ছিলেন।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

শেখ রাসেল পদক ২০২৪

 

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন