Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ৩ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ফেব্রুয়ারি ২০১৭

প্রকৃত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড দেয়া হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


প্রকাশন তারিখ : 2017-02-01

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ বলেছেন, দেশব্যাপী প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম চলছে। যাচাই বাছাই শেষে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কোড সম্বলিত সার্টিফিকেট ও আইডি কার্ড দেয়া হবে।
তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে আট ধরণের ডিজিটাল কোড সম্বলিত সার্টিফিকেটের নমুনা প্রস্তুত করা হয়েছে।
মন্ত্রী আজ শরিয়তপুর জেলার গোসাইহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন।
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় এ কমপ্লেক্স নির্মাণ করা হয়।
আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে তালিকাভুক্তকরণের অঙ্গিকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ভূয়া মুক্তিযোদ্ধাদের ভাগ বসানো কোনভাবেই সহ্য করা হবে না।
তিনি ভূয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে উপজেলা যাচাই বাছাই কমিটিকে শক্ত অবস্থান গ্রহণ করে সততার সাথে কাজ করার আহবান জানান।
আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন, শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খান, বিশিষ্ট শিল্পপতি জেড এইচ শিকদার, শরিয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন