Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ১৩ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জানুয়ারি ২০১৭

ক্যারিয়ার সেরা র‌্যাংকিং-এ সাকিব


প্রকাশন তারিখ : 2017-01-25

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে ২১৭ ও শূন্য রান করেছিলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এর ব্যাটিং তালিকায় আটধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে আসেন তিনি। এটি সাকিবের ক্যারিয়ার সেরা র‌্যাংকিং।
ক্রাইস্টচার্চ টেস্টে ৫৯ ও ৮ রান করে আরও এক ধাপ উপরের দিকে উঠেছেন সাকিব। বর্তমানে ২২তম স্থানে আছেন তিনি। ফলে এটিই এখন সাকিবের সেরা ক্যারিয়ার র‌্যাংকিং। বাংলাদেশের মধ্যেও সেরা অবস্থানে সাকিব।
ক্রাইস্টচার্চ টেস্টের আগে বাংলাদেশের মধ্যে র‌্যাংকিং-এ সেরা অবস্থানে ছিলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টে ৫ ও ৮ রান করায় র‌্যাংকিং-এ অবনতি হয়েছে তার। ২০তম স্থান থেকে ২৮-এ নেমে গেছেন তিনি। তামিমের পরই আছেন মোমিনুল হক।
এই তালিকায় শীর্ষ তিনটি স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ভারতের বিরাট কোহলি ও ইংল্যান্ডের জো রুট।
বাংলাদেশ ব্যাটসম্যানদের টেস্ট র‌্যাংকিং :
পূর্বের র‌্যাংকিং বর্তমান র‌্যাংকিং বর্তমান রেটিং খেলোয়াড়
২৩ ২২ ৬৫৬ সাকিব আল হাসান
২০ ২৮ ৬৩৫ তামিম ইকবাল
২৮ ২৯ ৬৩০ মোমিনুল হক
৩৫ ৩৮ ৫৬৬ মুশফিকুর রহিম
৫৪ ৫০ ৪৯০ মাহমুদুল্লাহ রিয়াদ
৫৬ ৫৬ ৪৭৩ ইমরুল কায়েস
১শ’জনের নীচে ৯১ ৩৫০ সৌম্য সরকার

 

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

শেখ রাসেল পদক ২০২৪

 

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন