Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ৭ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০১৭

রাঙ্গামাটিতে বই ও ল্যাপটপ মেলা শুরু


প্রকাশন তারিখ : 2017-02-27

রাঙ্গামাটি জেলায় সপ্তাহব্যাপী বইমেলার সঙ্গে শুরু হয়েছে তিন দিনব্যাপী ল্যাপটপ ও মোবাইল মেলা। শনিবার জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়এ ২১ ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলার সাথে মেলাটি সংযুক্ত হওয়ায় বই মেলায় নতুন চাঞ্চল্য এসেছে।
বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সৌজন্যে বিআইডিডি আইসিটি প্রকল্প ও আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী।
আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির তথ্য ও গণযোগাযোগ বিভাগের প্রধান আবু সাদাত। স্বাগত বক্তব্য রাখেন, বিআইডিডি আইসিটি প্রকল্পের চেয়ারম্যান সুব্রত রাহা।
মেলায় বিভিন্ন মডেল ও কোম্পানির ল্যাপটপ প্রদর্শন ও বিক্রি ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় লটারি ড্রয়ের পুরস্কার বিতরণী।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন